রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০১২- ২০১৩ শিক্ষাবর্ষ স্নাতকে ভর্তি পরীক্ষায় যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা গোলাম মুর্ত্তজা বার্তা ৭১ ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ড এবং www.ruet.ac.bd ও www.admission-ruet.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।
“আগামী ১৭ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত ওয়েবসাইট থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। ভর্তি পরীক্ষা হবে ১৯ নভেম্বর।”
এবার পুরকৌশল বিভাগে ১২০টি, তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগে ১২০, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ১২০, ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬০, যন্ত্রকৌশল বিভাগে ১২০, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬০, গ্লাস এন্ড সিরামিকস কৌশল বিভাগে ৩০, আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগে ৩০টিসহ মোট ৬৬৫টি আসনের বিপরীতে সাড়ে পাঁচ হাজারের অধিক পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যে অফিস চলাকালীন ০১৫৫৫৫৫৫০২১ অথবা ০১৫৫৫৫৫৫০২২ নম্বরে যোগাযোগ করা যাবে বলে জানান জনসংযোগ কর্মকর্তা।