ঢাকা, ৪ আগস্ট: প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক নির্বাচনকালীন সরকার নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবে সাড়া দিতে বিএনপির প্রতি পরামর্শ দিয়েছেন।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি ভিডিও গানের মোড়ক উন্মোচন এবং ‘সাংস্কৃতিক দৈন্য এবং রাজনৈতিক ঐক্য’ শিরোনামে একক বক্তৃতায় তিনি এ পরামর্শ দেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
ব্যারিস্টার রফিক-উল হক বলেন, “লন্ডনে হার্ডটকে প্রধানমন্ত্রীর বক্তব্যে আমার মনে হয়েছে, সমঝোতা হবেই। এখন বিরোধী দলের ইতিবাচকভাবে এগিযে আসা উচিত।”
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে দুই প্রধান দলের বিপরীত অবস্থানের মধ্যে লন্ডনে বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারে বিএনপিকে যোগ দেয়ার প্রস্তাব দেন।
তবে প্রধানমন্ত্রীর এই আহ্বানের প্রতিক্রিয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই আগামী নির্বাচন করতে হবে; যদিও অনির্বাচিতদের হাতে ক্ষমতা ছাড়তে আওয়ামী লীগ নারাজ।
বিএনপির এই প্রতিক্রিয়ার বিষয়ে ব্যারিস্টার রফিক বলেন, “প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে তারা বলতে পারত, ওই সরকারে কারা থাকবে, কাদের কয়জন থাকবে। আর সবচেয়ে বড় বিতর্ক যেটি, তাদের প্রধান কে হবে?
“আমার মনে হয়, তত্ত্বাবধায়ক সরকার হোক, সর্বদলীয় সরকার হোক আর কোয়ালিশন সরকার হোক, তার প্রধান কে হবে সেটিই মূল বিষয়।”
তবে ব্যারিস্টার রফিক মনে করেন, নির্দলীয় একজন ব্যক্তিকেই নির্বাচনকালীন সরকারের প্রধান করা উচিত।
শেখ হাসিনা ও খালেদা জিয়ার উদ্দেশে বলেন, “আপনার দ্বন্দ্বে যাবেন না, সমঝোতা করুন। একে অন্যের প্রতি শ্রদ্ধার সঙ্গে কথা বলুন, টিটকারি করবেন না।”
তিনি বলেন, ‘‘গ্রামের লোকজন আওয়ামী লীগ বিএনপি বোঝে না। তারা চায় একজন সৎ মানুষ। যে দেশের জন্য কাজ করবে।’’
এসময় তিনি নির্বাচনে কোনো দলকে নয় একজন ভালো মানুষকে ভোট দিয়ে দেশের ক্ষমতায় প্রতিষ্ঠিত করার জন্য সবার প্রতি আহবান জানান।
বিষেশ অতিথির বক্তব্যে কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকি ব্যারিস্টার রফিক-উল হককে উদ্দেশ্য করে বলেন, ‘‘স্যার আমি আপনার প্রতি পূর্ণ শ্রদ্ধা নিয়েই বলছি আপনি দুই নেত্রীকে এক করার জন্য যে সময় ব্যয় করছে। তার ২৫ ভাগ সময় জনগণকে এক করার জন্য ব্যয় করুন। কারণ দুই নেত্রী এক হলেই সব সমস্যা সমাধান হয়ে যাবে না।’’