বার্তা ৭১ ডট কমঃ রাজধানীর পোস্তগোলা এলাকায় অভিযান চালিয়ে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৭ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
এরা হলেন- বাবু, নিয়াজ শেখ, ইমদাদুল, জিতু, জহিরুল ইসলাম, শিরিন আক্তার ও শাহ নেওয়াজ।
শনিবার সারা রাত পোস্তগোলা এলাকায় অভিযান এদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপ-পুলিশ কমিশনার মনিরুল ইসলাম।
মহানগর গোয়েন্দা পুলিশের ২ নম্বর টিমের সহকারী পুলিশ কমিশনার লুৎফুল কবির আটকের ব্যাপারে নিশ্চিত করেন।
তিনি বলেন, এ ব্যাপারে বিস্তারিত তথ্য বেলা ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।