বার্তা ৭১ ডট কমঃ ছাত্রীকে নগ্ন করে দেহ তল্লাশি করার অভিযোগে পশ্চিমবঙ্গে দুই স্কুল শিক্ষিকাকে আটক করেছে পুলিশ। ঘটনার শিকার ওই ছাত্রী টাকা চুরি করেছে এই সন্দেহে তাকে তল্লাশি করা হয়। খবর এনডিটিভি অনলাইন।
কালিগাতি স্মৃতি নারী শিক্ষা নিকেতনে অধ্যয়নরত একাদশ শ্রেণীর ওই ছাত্রী দুই শিক্ষিকা চৈতালী গুপ্ত ও লিপিকা সাহার বিরুদ্ধে থানায় অভিযোগ করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
ওই ছাত্রী অন্য আরেক ছাত্রীর ১৫০ রূপি চুরি করেছে এই সন্দেহে শনিবার দুই শিক্ষিকা শিক্ষকদের কক্ষে নিয়ে গিয়ে নগ্ন করে তল্লাশি করেন। তবে তল্লাশি করে তার কাছে টাকা পাওয়া যায়নি।
ঘটনার শিকার ছাত্রী জানান, ”যে ঘর থেকে টাকা চুরি হয়েছে সে ঘরে আমি ছিলাম না। আমি অন্য ঘরে ছিলাম। হারানো টাকার মধ্যে একটি বাংলাদেশি মুদ্রা ছিল, আমার কাছেও একটি বাংলাদেশি মুদ্রা থাকায় তারা আমাকে চোর সন্দেহ করে।”
অভিযুক্ত দুই শিক্ষিকাকে স্থানীয় আদালতে নেয়া হলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
এ প্রসঙ্গে ওই স্কুলের প্রধান শিক্ষিকা বলেন, বিষয়টিকে ফুলিয়ে ফাঁপিয়ে বলা হচ্ছে। ওই ছাত্রীর শুধুমাত্র ব্যাগ তল্লাশি করা হয়েছিল।