ঝিনাইদহ মহেশপুরের জলুলী সীমান্তে গরু পাচারকালে সোমবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশের এক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন।
বিজিবি সূত্রে জানা যায়, সোমবার ভোরে দু’জন গরু ব্যবসায়ী ঝিনাইদহের লেবুতলা সীমান্ত হয়ে ভারত থেকে গরু নিয়ে আসছিলেন। এ সময় বাংলাদেশ সীমান্তের ভেতর জলুলী ক্যাম্পের ৫২ নং মেইন পিলারের কাছে গেলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই লালু মিয়া (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হন। আরো এক গরু ব্যবসায়ী আহত হন। এ ঘটনায় সীমান্তে আতঙ্ক বিরাজ করছে।
মহেশপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, আহত গরু ব্যবসায়ীর অবস্থা আশঙ্কাজনক। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।