দৈনিক আমাদের সময়ের মালিকানা নিয়ে নাঈমুল ইসলাম খানের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এই আদেশের ফলে পত্রিকাটির মালিকানা হারাচ্ছেন নাইমুল ইসলাম খান।
বুধবার হাইকোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী সুফী মিজানুর রহমানের পিএইচপি গ্রুপ, নূর আলীর ইউনিক গ্রুপ ও আমানউল্লাহ’র আমান গ্রুপের হাতেই ফিরে এলো এক সময়ের জনপ্রিয় এই সংবাদপত্রটির মালিকানা।
এখন প্রকাশক হিসেবে এসএম বক্স কল্লোলের আমাদের সময় প্রকাশ করতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান।
পত্রিকাটির বর্তমান মালিকপক্ষ জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবারই পত্রিকাটি সীমিত আকারে প্রকাশিত হবে। ঈদের আগেই পূর্ণাঙ্গ কলেবরে বের করা হবে বলে আশা করছেন তারা।
আদালতের শুনানিতে নাঈমুল ইসলাম খানের পক্ষে ছিলেন ব্যারিস্টার আকতার ইমাম, ব্যারিস্টার রাসনা ইমাম ও ব্যারিস্টার রেশাদ ইমাম। ঢাকা জেলা ম্যাজিস্টেটের পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। তাকে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এএসএম নাজমুল হক।
এছাড়া এসএম বক্স কল্লোলের পক্ষে ছিলেন ব্যারিস্টার রফিক-উল হক, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ও অ্যাডভোকেট আহসানুল করিম।
ব্যবসায়ী নূর আলীর পক্ষে আমাদের সময় প্রকাশ করেন এসএম বক্স কল্লোল। পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক ছিলেন বিশিষ্ট সাংবাদিক নাঈমুল ইসলাম খান।
পত্রিকাটির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে আইনি লড়াই চলছিল। এক সময়ে তুমুল জনপ্রিয় দৈনিকটি ভবিষ্যতে কি পর্যাযে যায় সেটিই এখন দেখার বিষয়।