চট্টগ্রাম, ৯ আগস্ট: প্রায় আট ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ চালু হয়েছে। বেলা ১২টা ৩৫ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায়। পরে মহানগর প্রভাতী, চট্টলা এক্সপ্রেসসহ অন্যান্য ট্রেনগুলো পর্যায়ক্রমে চট্টগ্রাম স্টেশন ত্যাগ করে।
নগরীর অদূরে সীতাকুন্ডের ফৌজদার হাটে ট্রেন ও মাটি ভর্তি ট্রাকের সংর্ঘষের ঘটনায় চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে। ভয়াবহ এ দুর্ঘটনায় কেউ মারা না গেলেও ট্রেনের অন্তত ৭/৮ যাত্রী আহত হন।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে ফৌজদারহাট স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনসহ চারটি বগি লাইচ্যুত হয়ে উল্টে গেছে। তবে গুরুতর আহত হয়েছে দুর্ঘটনা কবলিত ট্রাকের হেলপার। তাকে নগরীর একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফৌজদারহাট সিডিএর পাহাড় থেকে চোরাই ভাবে মাটি কেটে নিয়ে যাওয়ার সময় ভোর সাড়ে ৪টার দিকে মাটি ভর্তি ট্রাকটি রেল লাইন পার হতে গিয়ে বন্ধ হয়ে যায়। ঠিক তখন যাত্রীবাহী ট্রেনটি এসে পড়ে। দ্রুতগামী নাসিরাবাদ এক্সপ্রেস মাটি ভর্তি ট্রাকটিকে দুমড়ে মুচড়ে প্রায় ২০ গজ দূরে নিয়ে উল্টে পড়ে যায়। এসময় ট্রেনের প্রথম চারটি বগিও লাইনচ্যুত হয়ে উল্টে পড়ে।
প্রত্যক্ষদর্শী যুবক শাহ আজম জানান, বিকট শব্দে দুর্ঘটনার পর পরই ট্রেনে থাকা শতাধিক যাত্রী আর্তনাদ করতে থাকে। ট্রাকটির চালক পালিয়ে গেলেও এর সহকারী গুরুতর আহত হয়। তিনি জানান, ট্রেনের ৭/৮ জন যাত্রী সামান্য আহত হয়েছেন।
এদিকে সকাল সাড়ে সাতটায় ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে চট্টগ্রাম থেকে একটি রিলিফ ট্রেন উদ্ধার কাজ শুরু করেছে। রিলিফ ট্রেনটি প্রথমে ইঞ্জিনের সঙ্গে দুমড়ে মুছড়ে থাকা ট্রাকটি উদ্ধার করে। সে সময় রেলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রেলের পূর্বাঞ্চলের পরিবহণ কর্মকর্তা জাকির হোসেন জানান, দুর্ঘটনার পর পরই ঢাকা-সিলেটসহ সারাদেশের সঙ্গে চট্টগ্রামের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তবে লাইন ক্লিয়ার করে দ্রুত রেল যোগাযোগ চালু করতে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আশা করি দুপুরের মধ্যে ট্রেন যোগাযোগ পূণরায় চালু করতে পারবো।
এদিকে রেলওয়ে সূত্র জানিয়েছে, এ দুর্ঘটনার কারণে চট্টগ্রাম মুখি মহানগর প্রভাতী, তূর্ণা নিশীতা ও উদয়ন এক্সপ্রেস এবং চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া মহানগর প্রভাতী পাহাড়িকা এক্সপ্রেস ও সূর্বণ এক্সপ্রেস চট্টগ্রাম স্টেশনে আটকা পড়েছে। এতে ঈদে ঘরমুখি হাজার হাজার যাত্রী চরম বিপাকে পড়েছে।