দেশের প্রথম ডিজিটাল কোরআন শরিফ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ ডিজিটাল কোরআন শরীফ উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, “সততা ও নিষ্ঠার সঙ্গে দেশের মানুষের কল্যাণে দেশের মানুষের আহার, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এ কাজগুলো যেনো করতে পারি সে দিকে নজর রেখেই অন্তত আন্তরিকতার সঙ্গে মানুষের মৌলিক চাহিদা আমি পূরণ করার চেষ্টা করে যাচ্ছি।”
প্রধানমন্ত্রী এ সময় দেশের উন্নয়ন কর্মসূচিসহ সব ধর্মের মানুষের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। অসাম্প্রদায়িক হিসেবে জাতির ভাবমূর্তি অক্ষুণ্ন রেখে জাতীয় উন্নয়নে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ রাখতে ধর্মীয় নেতাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
ই-বুক হিসেবে ইন্টারনেটে বা ডাউনলোড করেও এখন যেকোনো স্থান থেকেই পবিত্র কোরআন পড়া যাবে। শোনা যাবে তেলাওয়াত। এতে আরবি তেলাওয়াতের সঙ্গে বাংলায় তরজমাসহ বিভিন্ন ফিচারও রয়েছে।