বেনাপোল প্রতিনিধি: তিনদিনের ব্যবধানে বুধবার রাতে আবারও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যশোরের বেনাপোলের বড়আঁচড়া সীমান্তের বিপরীতে হরিদাসপুর সীমান্তে বাংলাদেশী চোরাচালানীদের লক্ষ্য করে ৭টি গ্রেনেড নিক্ষেপ করেছে বিএসএফ। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে চেকপোস্ট বিজিবি ক্যাম্পের দক্ষিণ পাশে রেল লাইনের ওপর দিয়ে ১০/১২ জনের একটি চোরাচালানী চক্র ফল ও বিভিন্ন খাদ্যদ্রব্য আনতে ভারতে প্রবেশ করার চেষ্টা চালায়। এ সময় বিএসএফ সদস্যরা চোরাচালানীদের গতিরোধ করলে চোরাকারবারীরাও বিএসএফের ওপর হামলা চালায়। এ সময় চোরাকারবারীদের সঙ্গে বিএসএফের ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এতে ৩ বিএসএফ সদস্য ও ২ চোরাকারবারী আহত হয়েছে। এ ঘটনায় দুই চোরাকারবারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। অপরদিকে এ ঘটনার খবর শুনে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা চোরাকারবারীদের (হাফপ্যান্ট বাহিনী) বাধা দিতে গেলে তারা উল্টো বিজিবি সদস্যদের ওপরও আক্রমণ চালায়। এ ঘটনায় বেনাপোলের বড় আঁচড়া গ্রামের এরশাদ আলীর ছেলে ইব্রাহিম (২০) ও একই এলাকার বাবুর ছেলে লিটন (২২) নামে দুই চোরাকারবারীকে আটক করে বিজিবি সদস্যরা। রাতেই তাদের পোর্টথানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় ওই সীমান্তের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। যশোর ২৬ ব্যাটালিয়ন বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্ণেল আবুল কালাম আজাদ জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।