সুনামগঞ্জ, ১১ আগস্ট: জেলার ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের স্বরস্বতীপুর গ্রামে বর্জ্রপাতে মসজিদের ইমামসহ ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ জন। শনিবার রাতে স্বরস্বতীপুর গ্রামের মসজিদে রাত ১০টায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাদশা মিয়া (১৪), নজরুল ইসলাম (৪৫), হযরত আলী (২২), রিপন মিয়া (২০), নুর ইসলাম (৫০), তাহের আলী (৫৪), মানিক মিয়া (৫৫), গফুর (৬৫),মুসলেমীন (২৫) সহ অজ্ঞাত আরো চারজন। আহতদের ধর্মপাশা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি। ধর্মপাশা থানা ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেছেন।