পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বৃহস্পতিবার ১৮ সঙ্গীতশিল্পীকে ‘মহাসঙ্গীত সম্মান’ ও ‘সঙ্গীত সম্মানে’ ভূষিত করেন। পশ্চিমবঙ্গের রাজধানীতে আট দিনব্যাপী বার্ষিক সঙ্গীত মেলার উদ্বোধনী দিনে এ সম্মাননা প্রদান করা হয়।
যাদেরকে সম্মাননা প্রদান করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন- বাংলাদেশের প্রখ্যাত শিল্পী ফিরোজা বেগম, প্রবাদপ্রতিম গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায়, ধ্রুপদ কণ্ঠশিল্পী গিরিজা দেবী ও অজয় চক্রবর্তী, রবীন্দ্র সংগীত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়, সুমিত্রা সেন ও লোকগীতি গায়ক অমর পাল।
আট শিল্পীকে মহাসঙ্গীত সম্মানে ভূষিত করা হয়েছে যার অর্থমূল্য ১ লাখ রুপি। অপর দশ জনকে সঙ্গীত সম্মান প্রদান করা হয়েছে, যার অর্থমূল্য ৫০ হাজার রুপি।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সংগীত শিল্পীদের পুরস্কার দেন।
১৯৯৭ সালে তৎকালীন বাবমফ্রণ্ট সরকারের আমলে বার্ষিক বাংলা সংগীত মেলার যাত্রা শুরু হয়।
awesome