বার্তা ৭১ ডট কমঃ রাজধানীর বনানী সুপার মার্কেট থেকে তিন মহিলা পকেটমারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মনোয়ারা বেগম, লিলি বেগম ও রিতা বেগম।
রোববার বেলা ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারের এডিসি মাসুদুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববার দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
প্রসঙ্গত, ঈদকে সামনে রেখে রাজধানীতে মহিলা পকেটমারদের দৌরাত্ম্য নিয়ে গত শুক্রবার একটি প্রতিবেদ প্রকাশিত হয়। এরপর থেকেই মহিলা পকেটমারদের ধরতে ডিবি পুলিশের তৎপরতা বেড়ে যায়।