বার্তা ৭১ ডট কমঃ রংপুরে ডিস ব্যবসাকে কেন্দ্র করে রেজাউল করিম মিলন (৪০) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর পাশারি পাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এ বিষয়ে নিহতের স্ত্রী জান্নাতুল ফেরদৌস জলি বার্তা ৭১ ডটকমকে জানান, ডিস ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে একই এলাকার কানা রাসেল, মির্জা, রাব্বি, রিয়াজ, বাপ্পি ও আওয়ালের সঙ্গে মিলনের বিরোধ চলে আসছিল। বিভিন্নভাবে তারা মোবাইল ফোনে ম্যাসেজ দিয়ে হত্যার হুমকি দিত।
মিলন দীর্ঘদিন ধরে পাশারি পাড়া এলাকায় ডিসের ব্যবসা করলেও পাশারি পাড়া ব্রিজের দক্ষিণাঞ্চলের ব্যবসা ছেড়ে তাদের হাতে দেয়। পরে উত্তরের একাংশের ব্যবসা তিনি নিয়ন্ত্রণ করতেন। কিন্তু, ওই সন্ত্রাসীরা ব্যবসার পুরোটাই নিয়ন্ত্রণের দাবিতে তাকে বিভিন্ন ভাবে হুমকি দিত।
এ ঘটনার জের ধরে সোমবার রাতে মিলন তার ব্যবসা প্রতিষ্ঠান খড়ির গোলায় বসে থাকার সময় মোটরসাইকেলে আসা ১০ থেকে ১২ জনের একদল সন্ত্রাসী তাকে উপর্যপুরি মাথা ও পায়েসহ শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি কোপাতে থাকে।
এক পর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ বিষয়ে রংপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনিছুর রহমান লাকু বাংলানিউজকে জানান, রেজাউল করিম মিলন রংপুর জেলা যুবদলের সহ তথ্য ও গবেষনা সম্পাদক ছিল।
এ বিষয়ে রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন বার্তা ৭১ ডটকমকে জানান, শুনেছি ডিস ব্যবসাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।