লন্ডন, ১২ আগস্ট: বৃটেন প্রবাসী রোহিঙ্গাদের বিক্ষোভের মুখে পড়েছেন লন্ডন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠকে যোগ দিতে হোটেল থেকে বেরোবার সময় রোহিঙ্গাদের বিক্ষোভের মুখে পড়েন প্রধানমন্ত্রী।
পুষ্টি বিষয়ক আন্তর্জাতিক এক সম্মেলন ও অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে দেশটিতে সফররত প্রধানমন্ত্রী লন্ডনের হোটেল সেইন্ট প্যানক্রাস রেনেসাঁ’য় অবস্থান করছেন।
রোববার বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের ১০ ডাউনিং স্ট্রিটস্থ সরকারি বাসভবন ও কার্যালয়ে পুষ্টি সম্মেলনে যোগ দিতে শেখ হাসিনা যখন হোটেল থেকে বের হবে, তার ঘন্টা খানেক আগে বিকালে প্রায় দুইশ জাতিগত রোহিঙ্গা হোটেলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
মিয়ানমারে রাষ্ট্রীয় দমনাভিযানের শিকার রোহিঙ্গাদের বাংলাদেশে শরণার্থী হিসেবে আশ্রয় না দেয়ায় বাংলাদেশ সরকারের বিরুদ্ধে স্লোগান দেয় তারা।