ঢাকা, ১৩ আগস্ট: বরাবরের মতো ভর্তি পরীক্ষা না নিয়ে এসএসসি ও এইচএসসির ফলের ভিত্তিতে মেডিক্যাল ও ডেন্টাল কলেজগুলোতে ভর্তির সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে মঙ্গলবার সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে ভর্তিচ্ছুরা। এর আগে সকাল নয়টায় তারা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হবার ঘোষণা দিয়েছে তারা।
সোমবার একই দাবিতে বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তা অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে তারা। এই কর্মসূচি থেকেই ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পক্ষ থেকে এই আন্দোলনের আহবায়ক নাজমুল হক এ ঘোষণা দেন।
এসএসসি ও এইচএসসি ফলাফলের ভিত্তিতে মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির বিষয়ে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার বিভিন্ন কর্মসূচি পালন করে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। তাদের দাবি বরাবরের মতো আলাদা পরীক্ষা নিয়ে তার ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া শেষ করা।
এদিকে বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তা চার ঘণ্টা অবরোধ করে রাখে তারা। রাত পৌনে ৮টার দিকে তারা রাস্তা ছেড়ে চলে যান। অবরোধের কারণে ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে।
সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভর্তিচ্ছুদের বিক্ষোভ চলছে গতকাল থেকেই।
অপর দিকে সরকারি এই সিদ্ধান্তের আইনগত বৈধতা চ্যালেঞ্জ করে ‘জনস্বার্থে’ হাই কোর্টে একটি আবেদন করেছেন ড. ইউনুস আলী আকন্দ নামের এক আইনজীবী। মঙ্গলবার সাড়ে দশটায় এর রায় হওয়ার কথা বলেও জানান তিনি।
আবেদনে দুটি রুল এবং দু’টি অন্তবর্তীকালীন নির্দেশনা চেয়েছেন বলে জানিয়েছেন আবেদনকারী আইনজীবী।
শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের লক্ষে চার জনকে আহবায়ক করে ১৬ সদস্যের একটি কমিটি করেছে। অন্য তিন জন আহবায়ক হলেন, তন্নয় সূত্রধর, ফারজানা আফরিন মনি ও জহিন।
দাবি বাস্তবায়নে জন্যে মঙ্গলবার সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে নাজমুল হক জানান, মঙ্গলবার সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তারা জড়ো হবেন। সেখান থেকে তারা মিছিল নিয়ে প্রেসক্লাব হয়ে সচিবালয়ের সামনে গিয়ে অবস্থান নিবেন।
উচ্চ আদালতে দায়ের করা আবেদনের রায় না হওয়া পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন বলেও জানান তিনি।
অপর এক আহবায়ক ফারজানা আফরিন মনি বলেন, কর্তৃপক্ষ নাকি বলছেন এই সিদ্ধান্তের ফলে কতিপয় শিক্ষার্থী ক্ষতিগ্রস্থ হবে। সামগ্রিক ভাবে সবার উপকারে আসবে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।
প্রেস ক্লাবের সামনে সমাবেশে বক্তৃতা করে শিক্ষার্থীরা বলেন, সরকারের এই সিদ্ধান্তের ফলে আমাদের শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়বে। আমাদের মধ্যে এমন অনেকে আছে যারা গত বছর ভর্তি হতে না পেরে এবার ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন।
এই প্রক্রিয়ায় ভর্তির ব্যবস্থা করা হলে মেডিকেল ও ডেন্টালের ভর্তি ব্যবস্থা ভেঙ্গে পরবে বলেও দাবি করেন তারা।
দীর্ঘ দিন ধরে মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তির নিয়ম থাকলেও স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক রোববার জানান, চলতি বছর থেকে ভর্তি পরীক্ষা নয় বরং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জিপিএর ভিত্তিতে ভর্তি করা হবে।
ওই দিনই সরকারি এই সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ করে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, গত বছর ২৩ সেপ্টেম্বর সারাদেশে একযোগে ২২টি সরকারি ও ৫৩টি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের সবগুলো মেডিকেল ও ডেন্টাল কলেজ মিলিয়ে সর্বমোট ৮ হাজার ৪৯৩টি আসন রয়েছে।এছাড়া নয়টি সরকারি ও ১৪টি প্রাইভেট ডেন্টাল কলেজ এবং মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট মিলিয়ে সর্বমোট ১৪ শত ৩৭টি আসন রয়েছে।