ঢাকা : অনেকটা কাকতালীয়ভাবেই দেশে নেই প্রেসিডেন্ট জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ। চারজনই বর্তমানে বিদেশ সফরে রয়েছেন। এর মধ্যে প্রেসিডেন্ট জিল্লুর রহমান ৫ দিনের সরকারি সফরে সোমবার জেদ্দায় পেঁছেছেন। সৌদি বাদশা আব্দুল্লাহর আমন্ত্রণে এবং ওআইসির সম্মেলনে যোগ দিতে তিনি সেখানে যান। পররাষ্ট্রমন্ত্রী ডা. দিপু ছাড়াও বাংলাদেশ সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রেসিডেন্ট। আগামী ১৪ থেকে ১৫ আগস্ট মক্কায় অনুষ্ঠিত ইসলামিক সম্মেলনের যোগ দেবেন। এতে বাংলাদেশ ছাড়াও ওআইসিভুক্ত দেশ সমূহের রাষ্ট্র ও সরকার প্রধানরা অংশ নেবেন। আগামী ১৭ আগস্ট দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। ওদিকে পুষ্টি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে শনিবার যুক্তরাজ্যে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার তার দেশে ফেরার কথা রয়েছে। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পবিত্র ওমরা পালন করতে সৌদি আরবে অবস্থান করছেন। আগামী ২৭শে রমজান রাতে লাইলাতুল শবে কদর পালন করে ২৯শে রমজান তার দেশে ফেরার কথা রয়েছে।
এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ ভারত সফরে গেছেন। সোমবার সকাল ৯টা ২০ মিনিটে ‘নাইন ডব্লিউ সেভেন ওয়ান’ বিমানযোগে তিনি দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ৫ দিনের সফর শেষে তিনি আগামী ১৮ আগস্ট দেশে ফিরবেন। সফরকালে তিনি ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী মনমোহন সিংসহ সরকারের উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন।