ঢাকা, ১৪ আগস্ট: ভর্তি পরীক্ষা পদ্ধতি বাতিল করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের জিপিএর ভিত্তিতে মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগ।
স্বাস্থ্য সচিব, শিক্ষা সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে হবে।
আইনজীবী ড. ইউনুস আলী আকন্দের আবেদনের প্রাথমিক শুনানি করে হাই কোর্ট বিভাগের বিচারক নাঈমা হায়দার ও মুহাম্মদ খুরশীদ আলম সরকারের যুগ্ম বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দিলেন।
আদালতে শুনানিতে আবেদনের পক্ষে আবেদনকারী নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
রোববার এক সভার পর স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক জানান, মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ভর্তির জন্য চলতি বছর থেকে আর ভর্তি পরীক্ষা নেয়া হবে না। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জিপিএর ভিত্তিতেই এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে।
আবেদনের জন্য দুই পরীক্ষা মিলিয়ে অন্তত ৮ জিপিএ থাকার শর্তের কথা জানান মন্ত্রী।
এই সিদ্ধান্তের প্রতিবাদে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা গত দুদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন ম্থানে বিক্ষোভ ও মানববন্ধন করছে।