ক্রীড়াঙ্গনের সর্ববৃহৎ আসর অলিম্পিক গেমস মাত্র ১০০ দিন পর লন্ডনে শুরু হবে। এ উপলক্ষে বুধবার লন্ডন অলিম্পিক আয়োজকরা আনুষ্ঠানিকভাবে ক্ষণ গণনা শুরু করেছেন।
লন্ডন ২০১২ অলিম্পিকের প্রধান নির্বাহী পল ডেইটন ধারণা করছেন হুইল চেয়ার রাগবি, সিনক্রোনাইজ সাঁতার এবং শ্যূটিং আয়োজনের মাধ্যমে অলিম্পিকের প্রস্তুতি মহড়া সম্পন্ন হবে। এ ক্ষণ গণনার মাধ্যমে বৃটেনসহ সারাবিশ্বে অলিম্পিকের উত্তাপ ছড়িয়ে দেয়া হবে।
অলিম্পিক উপলক্ষে যুক্তরাষ্ট্রে সাইকেল র্যালী আয়োজন করা হবে। শতাধিক সাইক্লিস্টের অংশগ্রহণে এ র্যালীর নেতৃত্ব দেবেন সাবেক হেভি ওয়েট বক্সিং চ্যাম্পিয়ন লিনক্স লুইস। এছাড়া ছাদ খোলা লন্ডনের একটি ডাবল ডেকার বাস মিয়ামির সাউথ বিচ প্রদক্ষিন করবে।
তুরস্ক, ভেনিজুয়েলা, নিউজিল্যান্ডসহ ১০০ বৃটিশ দূতাবাস ও হাইকমিশন অফিস অলিম্পিকের উত্তাপকে ছড়িয়ে দিতে নানান কার্যক্রম গ্রহন করবেন।
১০০ মিটার দৌড়ের সিরিজ বার্লিনের ব্রান্ডেনবার্গ গেট, সারাজেবোয় অবস্থিত ১৯৮৪ সালের অলিম্পিক স্টেডিয়াম ও সেন্ট পিটার্সবার্গের প্যালেস স্কয়ারে আয়োজিত হবে। এছাড়া বিশ্বব্যাপী নানা আয়োজনের পরে আগামী ২৭ জুলাই অলিম্পিক মশাল প্রজ্জলিত হবে।