ঢাকা, ১৭ আগস্ট: ঈদুল ফিতরের আগে সর্বশেষ শনিবার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর অনেক শাখা খোলা থাকবে। বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (গভর্নর সচিবালয়) এ এফ এম আসাদুজ্জামান শুক্রবার বার্তা ৭১ ডটকমকে জানান, এ বিষয়ে গত ১২ আগস্টেই ব্যাংকগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, আসন্ন ঈদুল ফিতরের ঠিক আগ মুহূর্তে সাধারণের লেনদেনের সুবিধার্থে নিরাপত্তা নিশ্চিত করে ব্যাংকগুলো তাদের সবগুলো শাখা অথবা সুনির্দিষ্ট শাখা খোলা রাখতে পারবে।
ফলে ব্যাংকগুলোকে শিল্পঘন এলাকা, ঢাকা মহানগরীর শাখাগুলো, সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণঞ্জ, চট্টগ্রাম, খুলনাসহ গুরুত্বপূর্ণ সব শাখা খোলা রাখতে হবে।
প্রসঙ্গত, লেনদেনের জন্য এরপর ব্যাংক খোলা পাওয়া যাবে বুধবার।