ঢাকা, ১৯ আগস্ট: শনিবার দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে রমজান মাস ৩০ দিনেই শেষ হবে আজ।, ঈদুল ফিতর উদযাপিত হবে কাল সোমবার।
সাতটি বিভাগ এবং ৬৪টি জেলা শহর থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা সংক্রান্ত তথ্য পর্যালোচনা করে শনিবার সন্ধ্যা সাতটার কিছু সময় পরে এ তথ্য জানায় জাতীয় চাঁদ দেখা কমিটি।
জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া বলেছেন, সারা দেশের কোথাও ঈদের চাঁদ দেখা যায়নি। তাই রোববার ঈদ হচ্ছে না এবং সোমবার হতে পবিত্র শওয়াল মাস গনণা শুরু হবে।
কমিটির সহ-সভাপতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী হাবিবুল আউয়াল বলেন, দেশর মানুষ চাঁদ দেখার অপেক্ষায় ছিল। তবে চাঁদ দেখা যায়নি।
এ সভায় অন্যান্যদের উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ও জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য সচিব সামীম মোহাম্মদ আফজাল, বাংলাদেশ টেলিভিশনের মহপরিচালক মো. আবদুল হামিদ, প্রধান তথ্য অফিসার আমিনুল ইসলাম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব অধ্যাপক মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিন, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক ড. এ কে এম ইয়াকুব হোসাইন।