ঢাকা, ১৮ আগস্ট : বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া হানাহানি ও হিংসা-বিদ্বেষ ত্যাগ করে সমপ্রীতির চেতনা নিয়ে ঈদ উদযাপনের আহবান জানান।
শনিবার এক বিবৃতিতে বাংলাদেশসহ মুসলিম উম্মাহর প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, “মাসব্যাপী সিয়াম সাধনার পর অনাবিল আনন্দের বার্তা নিয়ে ঈদুল ফিতর সমাগত। প্রতিটি মুসলমান নর-নারীকে সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হয়ে ঈদের আনন্দ একত্রে উপভোগ করতে হবে।
বিরোধী দলীয় নেতা বলেন, ঈদের উৎসব ধনী-গরিব, উচু-নিচু নির্বিশেষে সব মানুষকে এক কাতারে দাঁড় করায়। হানাহানি, হিংসা, বিদ্বেষ ও তিক্ততার গ্লানি থেকে মানুষের মনকে এক স্বর্গীয় শান্তি ও সমপ্রীতির চেতনা দান করে।
ঈদে সমাজের অপেক্ষাকৃত দরিদ্র, অবহেলিত ও বঞ্চিত মানুষের প্রতি সাহায্য ও সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়া মুসলমানদের কর্তব্য বলে তিনি উল্লেখ করেন।