ঢাকা, ১৮ আগস্ট : রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ঈদুল ফিতরে দেশবাসীসহ বিশ্বের সব মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ।
শনিবার এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মানবজাতির জন্য বয়ে আনে এক অনাবিল আনন্দ ও খুশির বার্তা। ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সমপ্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন। এদিন ধনী-গরিব, আশরাফ-আতরাফ নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হয় এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেয়।
ঈদের শিক্ষা সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে উদ্বুদ্ধ করবে বলে প্রত্যাশা করেন রাষ্ট্রপতি।