রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ভর্তি পরীক্ষার এবার প্রতি আসনের বিপরীতে ৩২ জন প্রতিদ্বন্দ্বিতা করবে।
রোববার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩০ নভেম্বর সকাল ১০টায় এ প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষা হবে। পরীক্ষার সময় দুই কপি পাসপোর্ট আকারের ছবির পেছনে ভর্তি রোল নম্বর লিখে আনতে হবে পরীক্ষার্থীদের।
তাদের সাধারণ জ্ঞান, ইংরেজি ও উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রম অনুযায়ী পদার্থ বিজ্ঞান, রসায়ন, গণিত ও জীববিজ্ঞান বিষয়ের ওপর একশ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হবে।
এসএসসি/সমমান পরীক্ষার জিপিএর আট গুণ ও এইচএসসি/সমমান পরীক্ষায় জিপিএর ১২ গুণ নম্বর লিখিত পরীক্ষার নম্বরের সঙ্গে যোগ করে মোট দুইশ নম্বরের ভিত্তিতে মেধা তালিকা করা হবে। এর ভিত্তিতেই শিক্ষার্থী ভর্তি করবে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে।
এ বছর বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদের পাঁচশ’ আসনের বিপরীতে ১৫ হাজার ৭৬৩ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার আবেদন করে। গত বছর ভর্তি পরীক্ষা দিয়েছিল ৭ হাজার ৭৪১ শিক্ষার্থী।
এবার কৃষি অনুষদে ৩৫০, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদে একশ’ এবং অ্যানিমেল সায়েন্স ও ভেটেরনারি মেডিসিন অনুষদে ৫০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাটি www.sau.edu.bd থেকেও জানা যাবে।