ঢাকা, ২৭ আগস্ট: প্রকাশ্যে ধূমপান ও তামাকজাত পণ্যের বিজ্ঞাপণ প্রচার করলে জেল জরিমানার বিধান রেখে ‘ধূমপান ও তামাকদ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১২’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ আইন অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকেদের এ অনুমোদনের কথা জানান।
তিনি বলেন, খসড়া আইনে প্রকাশ্যে (পাবলিক প্লেসে) ধূমপান করলে ১০০ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। পাবলিক প্লেসের দায়িত্বে নিয়োজিতদের ব্যর্থতার জন্য ৫০০ টাকা জরিমানার রাখা হয়েছে। বিজ্ঞাপন প্রচার করলে ৩ মাস সশ্রম কারাদন্ড বা এক লাখ টাকা জরিমানা বা উভয় দন্ডের বিধান রাখা হয়েছে।