ঢাবি, ২৭ আগস্ট: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের জনতা। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবির মাজারে শ্রদ্ধা জানাতে সকাল থেকেই মানুষের ঢল নামে।
সকাল ৮টা থেকে সমাধিতে শ্রদ্ধা জানান কবি পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনসহ সাধারণ মানুষ। এ সময় শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক কবির সমাধিতে ফুল দেন ও তার আত্মার মাগফিরাত কামনা করেন।
পরে কবির সমাধি প্রাঙ্গণে উপাচার্যের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিকা মাহমুদা।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রো-ভিসি (প্রশাসনিক) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দিন, বাংলা বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলাম।
আরেফিন সিদ্দিক বলেন, নজরুলের গবেষণা সময়ের দাবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নজরুল বিষয়ে বিভিন্ন গবেষণা চালু আছে এবং ভবিষ্যতেও চলবে। বর্তমান সমাজ হচ্ছে বৈষম্যমূলক সমাজ। আমাদের সমাজের বৈষম্য দূর করতে হলে নজরুলের আদর্শের ভিত্তিতেই কাজ করতে হবে।
কবির কবরে শ্রদ্ধা জানিয়ে নাতনি খিলখিল কাজী বলেন, কাজী নজরুল ইসলাম সাম্যের যে চেতনা দেখিয়েছেন তা থেকে আমরা অনেক দূরে রয়েছি। তার এ চেতনা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে লালন করতে হবে এবং তা জনগণের মধ্যে ছড়িয়ে দিতে হবে।
আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল উল আলম হানিফ বলেন, নজরুল মানুষের কাছে প্রেমের কবি, সাম্যের ও মানবতার কবি। তিনি ছিলেন অসামপ্রদায়িক চেতনার অধিকারী।
প্রধান বিরোধী দল বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, নজরুল সাম্যের যে চেতনা দেখিয়ে গেছেন তা জাতিকে পথ দেখাবে।
এছাড়াও বাংলা একাডেমী, নজরুল ইনস্টিটিউট, আন্তর্জাতিক নজরুল চর্চা কেন্দ্র, উদীচী, বুলবুল একাডেমি অব ফাইন আর্টস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও বিভাগ কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে।