ঢাকা, ৩০ আগস্ট : পদ্মা সেতু প্রকল্পে ঋণচুক্তির মেয়াদ এক মাস বাড়িয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) । দ্বিতীয় বারের মত এই মেয়াদ বাড়ায় প্রতিশ্রুত ঋণের কার্যকারিতা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি পেল।
ঋণের কার্যকারিতা বাড়াতে বৃহস্পতিবার এ দুই দাতা সংস্থার ঢাকা কার্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কর্মকর্তারা। এই প্রস্তাবে সম্মতি পাওয়া যায় বলে ইআরডির এক কর্মকর্তা বাসসকে নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা জানান, আগামী শুক্রবার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।
পদ্মা সেতুতে এই দুই সংস্থার ঋণের কার্যকারিতার মেয়াদ প্রকৃতপক্ষে ৩১ জুলাই শেষ হওয়ার কথা ছিল। তবে সে সময় উন্নয়ন সহযোগিরা এর মেয়াদ ৩১ আগস্ট পর্যন্ত বাড়ায়।
বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সাথে বৈঠক শেষে মিরান্ডার সাংবাদিকদের বলেন, ‘পদ্মা সেতুর ব্যাপারে এডিবি আজও যেমন আছে, আগামীতেও তেমন থাকবে। এ ব্যাপারে আমি খুব আশাবাদী। আমি দেখতে চাই পত্রিকায় শিরোনাম হবে পদ্মা সেতু নির্মিত হবে।’
এডিবি ও জাইকার চুক্তির মেয়াদ বাড়ানোয় বিশ্ব ব্যাংকের সঙ্গে সমঝোতার জন্য আরো এক মাস সময় পেল সরকার। এ আলোচনা সফল হবে বলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আশা করছেন।
২৯১ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে এডিবি ৬১ কোটি ৫০ লাখ এবং জাইকা ৪০ কোটি ডলার দেয়ার জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে গত বছর চুক্তি করে।
প্রকল্পের প্রধান অর্থায়নকারী সংস্থা বিশ্ব ব্যাংকের ১২০ কোটি ডলার দেয়ার কথা ছিল। এই প্রকল্পে ইসলামী উন্নয়ন ব্যাংক-আইডিবিও ১৪ কোটি ডলার ঋণ দিতে প্রতিশ্রুতিবদ্ধ।