ম্যানিলা, ৩১ আগস্ট : ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ায় ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও পাউলোতে সুনামি সতর্কতা জারি করা হয়।
বিবিসির খবরে বলা হয়, এ ভূমিকম্পের গভীরতা ছিল ৩৩ কিলোমিটার বা ২০ মাইল। স্থানীয় সময় শুক্রবার দুপুর ১২ টা ৪৭ মিনিটে ফিলিপাইনের সামার দ্বীপে এ ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূ-কম্পন সার্ভে একথা জানায়। অসমর্থিত খবরে বলা হয়, ভূমিকম্পে ফিলিপাইনে রাস্তাঘাট ও সেতু ধ্বংস হয়।
সুনামি আঘাত হেনেছে কিনা তা এখনো জানা যায়নি। তাইওয়ান, জাপান, পাপুয়া নিউগিনি, গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপ ও ইয়াপে-ও সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। কিন্তু এসব দেশের সতর্কতা প্রত্যাহার করা হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সামার দ্বীপের দক্ষিণাঞ্চলীয় শেষপ্রান্তে গিইউয়ান থেকে ১৪৬ কিলোমিটার দূরে।
ফিলিপাইনের পূর্বাঞ্চলীয় উপকূলীয় এ দ্বীপের লোকজনকে উঁচু ভূমিতে আশ্রয় নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। কোনো ঘটনা ছাড়া সুনামি আঘাত হানার নির্ধারিত সময় পার হয়েছে।