বিশ্ববিদ্যালয় রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষের অনার্স প্রথমবর্ষ বিজ্ঞান অনুষদের অধীনে ‘ক’ ইউনিটের সাক্ষাৎকার ২ ডিসেম্বর থেকে শুরু হবে। কার্জন হলের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
জানা যায়, ২ ডিসেম্বর দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মেধাক্রম ১-৩০০, ৩ ডিসেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৩০১-৬০০, দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ৬০১-৯০০, ৪ ডিসেম্বর সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত ৯০১-১২০০ এবং দুপুর ২টায় ১২০১-১৫৯৩ মেধাক্রমধারীদের সাক্ষাৎকার নেওয়া হবে।
এছাড়া কোটায় আবেদনকারীদের পরবর্তীতে সাক্ষাৎকারের সময়সূচি জানানো হবে বলে জানিয়েছেন ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ড. সাহিদা রফিক।
সাক্ষাৎকারে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল গ্রেডশিট নিয়ে আসতে হবে। মূলগ্রেডশিট জমা দিতে ব্যর্থ হলে শিক্ষার্থীর ভর্তি বাতিল বলে গণ্য হবে।
ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইট (www.admission.uivdhaka.edu) অথবা (http://kaunit.univdhaka.edu)
থেকে জানা যাবে।