এক রেল কর্মীকে চড় মেরেছেন রেলমন্ত্রী ওবায়দুল কাদের । যাত্রীর কাছ থেকে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ শুনে তিনি এটা করেন।শনিবার ঈশ্বরদী রেলওয়ে জংশন পরিদর্শনের সময় সাংবাদিক সহ অন্যদের উপস্থিতিতে তিনি বলরাম দাস নামে ওই রেলকর্মীকে চড় মারেন।
এর আগে মন্ত্রী পাবনার পাকশীতে রেলের বিভাগীয় কার্যালয় পরিদর্শন করেন ।
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে চাটমোহর রেলস্টেশন মাস্টার গাজী গোলাম ফেরদৌস ও পাকশী রেলভূমি (এস্টেট) অফিসের কানুনগো আমিরুল ইসলামকে কারণ দর্শানোর নোটিস দেওয়াসহ তাৎক্ষণিক বদলির নির্দেশ দেন মন্ত্রী।
পরে ঈশ্বরদী জংশনে এক সংবাদ ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, “রেল সেক্টর দুর্নীতিতে ভরে গেছে। এক শ্রেণির দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী রেলকে গলা টিপে হত্যা করছে।”
“রেলের স্লিপার ও তেল চুরি, টিকেট কালোবাজারি হচ্ছে, সবই লুটেপুটে খাচ্ছে এক শ্রেণির দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী। কে কত সম্পদের মালিক হয়েছে- আমি তাদের ছাড়ব না,” বলেন তিনি।
তিনি বলেন, পাকশী রেল বিভাগের সাড়ে ১৮শ’ একর জমির মধ্যে মাত্র ১১৩ একর রেলের দখলে রয়েছে। বাকি বেদখল সম্পত্তি একমাসের মধ্যে পুনর্দখল করা হবে।