চলতি বছরের প্রথম তিন মাসে একটা বড় অংকের লাভের ঘোষণা দেয় অ্যাপল। প্রতিষ্ঠানটির নিট লাভের পরিমাণ গত বছরে ৬ বিলিয়ন ডলার থেকে বেড়ে ১১.৬ বিলিয়নে এসে দাঁড়িয়েছে, যা আশাতীত বলে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।
এ পর্যন্ত প্রতিষ্ঠানটি ৩৫ মিলিয়ন আইফোন বিক্রয় করেছে বলে জানিয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। অ্যাপলের শেয়ার ৭% বেড়ে ৬০১ এসে দাড়িয়েছে।
বিশেষজ্ঞদের ধারণা ছিল এতদিনে আইফোনে বিক্রি অনেকটা কমে আসবে; কিন্তু তার বিপরীত অবস্থা লক্ষ্য করে বিস্মিত হয়েছেন বলে জানিয়েছেন ওয়াইসিএমনেট অ্যাডভাইজরের প্রধান মাইকেল ইয়োশাকামি।
আইপ্যাড এবং অন্যান্য পন্য আন্তর্জাতিক বাজারে বিক্রির কারণেই অ্যাপল তার বাজার ধরে রাখতে সক্ষম হচ্ছে এবং অ্যান্ড্রয়েডের বাজার দখল করে রেখেছে। অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক এ পর্যন্ত ৩৫ মিলিয়ন আইফোন এবং ১২ মিলিয়ন আইপ্যাড বিক্রি হওয়ায় আনন্দিত।