ঢাকা, ১ সেপ্টেম্বর: মেডিকেলে ভর্তিচ্ছু আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বৈঠকে বসবেন রোববার। শনিবার সন্ধ্যায় গণমাধ্যমকে মন্ত্রী এ কথা জানান।
মন্ত্রী বলেন, রোববার সকাল সাড়ে ৯টায় ভর্তিচ্ছুদের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বৈঠকে বসবেন তিনি।
ভর্তি পরীক্ষা বাতিল করে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ’র ভিত্তিতে মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির ঘোষণার পর গত মাসের দ্বিতীয় সপ্তাহে আন্দোলনে নামে মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
এদিকে ‘মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থী মঞ্চ’ ব্যানারে আন্দোলন চালিয়ে যাচ্ছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। কর্মসূচির ধারাবাহিকতায় শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে নাগরিক সমাবেশ করে তারা।
সমাবেশ থেকে আন্দোলনকারীরা বলেছেন, স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে তাদের আপত্তি নেই। তবে সেই আলোচনা প্রকাশ্যে হতে হবে।