বার্তা ৭১ ডট কমঃ সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিচারক হিসাবে শপথ নিয়েছেন স্থায়ী নিয়োগ পাওয়া চার বিচারপতি।
এই চার বিচারক হলেন- বিচারপতি মো. রুহুল কুদ্দুস, বিচারপতি মো. খসরুজ্জামান, বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার।
সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন সুপ্রিম কোর্টের এনেক্স-৩ ভবনের মিলনায়তনে তাদের শপথ বাক্য পড়ান।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার একেএম শামসুল ইসলাম। সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই চার বিচারপতি ২০১০ সালের ৪ নভেম্বর হাই কোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসাবে নিয়োগ পেয়েছিলেন। সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুসারে রোববার তাদের স্থায়ী বিচারক হিসাবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।
৯৮ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘‘রাষ্ট্রপতির নিকট সুপ্রিম কোর্টের কোনো বিভাগের বিচারক সংখ্যা সাময়িকভাবে বৃদ্ধি করা উচিত বলিয়া প্রতীয়মান হইলে তিনি যথাযথ যোগ্যতাসম্পন্ন এক বা একাধিক ব্যক্তিকে অনাধিক দুই বছরের জন্য অতিরিক্ত বিচারক নিযুক্ত করিতে পারিবেন।’’