ঢাকা : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এখনও পাকিস্তানের প্রধানমন্ত্রী। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড বলেছেন, এ ব্যাপারে পাকিস্তানের আদালতে একটি রায় হয়েছে। প্রধানমন্ত্রী গিলানিকে ৩০ সেকেন্ডের সাজা দেয়া হয়েছে ও তিনি এখনও পাকিস্তানের প্রধানমন্ত্রী রয়েছেন। আমরা তার সঙ্গে কাজ অব্যাহত রাখবো। এক প্রশ্নের জবাবে নুল্যান্ড বলেন, পাকিস্তান ও আফগানিস্তানে নিযুক্ত মার্কিন বিশেষ দূত মার্ক গ্রসম্যান গিলানির সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ খবর দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, গ্রসম্যান যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন।