ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের সারসংক্ষেপ (কনসাইজ স্টেটমেন্ট) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় জমা দিয়েছে রাষ্ট্রপক্ষ।
অ্যাডভোকেট অন রেকর্ড সুফিয়া খাতুন জানান, বৃহস্পতিবার দুপুরে সারসংক্ষেপ আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় জমা দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে আপিল শুনানির জন্য প্রস্তুত হলো।
এতে আসামিদের খালাস করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল ও বিচারিক আদালতের দেওয়া সাজা বহাল রাখার আরজি রয়েছে।
বুধবার দুপুরে এই সারসংক্ষেপ অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে জমা দিয়েছিলেন এ মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক।
যোগাযোগ করা হলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছিলেন, ‘অবকাশ শেষে ৪ নভেম্বর সুপ্রিম কোর্ট খুলবে। এ সময়ের মধ্যে সারসংক্ষেপ সংশ্লিষ্ট শাখায় জমা দেওয়া হবে। শুনানির দিন ধার্য করতে যত শিগগির সম্ভব আবেদন জানানো হবে। এ মামলায় একজনকে দোষী সাব্যস্ত করে অন্যদের খালাস দেওয়া হয়েছে, তা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।’
গত বছরের ১১ জানুয়ারি আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) মঞ্জুর করেন। একই সঙ্গে হাইকোর্টের রায়ে অব্যাহতি পাওয়া ও পলাতক দুই আসামি দফাদার মারফত আলী শাহ ও দফাদার মো. আবুল হাশেম মৃধাকে অবিলম্বে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। আপিলের সারসংক্ষেপ ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপক্ষকে জমা দিতে বলা হয়। প্রায় ২১ মাস পর রাষ্ট্রপক্ষ সারসংক্ষেপ জমা দিতে যাচ্ছে।
সারসংক্ষেপ জমা দেওয়ার আগে বুধবার আনিসুল হক সাংবাদিকদের বলেন, আদালত ৩০ দিনের মধ্যে সারসংক্ষেপ জমা দিতে বলেছিলেন। সময় বাড়িয়ে নেওয়া হয়। কারণ, এ মামলায় ৬৪ জন সাক্ষী ছিলেন। সারসংক্ষেপ প্রস্তুতের জন্য সাক্ষীদের বক্তব্য পড়া দরকার ছিল। ২৫ পৃষ্ঠার সারসংক্ষেপ সংশ্লিষ্ট শাখায় জমা দেওয়ার মধ্য দিয়ে আপিল শুনানির জন্য প্রস্তুত হয়ে যাবে।