বরিশাল : বর্নাঢ্য আয়োজনে বরিশালে যুবলীগের ৪০তম প্রতিষ্ঠাবাষির্কী পালিত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় নগরীর সোহেল চত্ত্বরস্থ দলীয় কার্যালয়ের সম্মুখ থেকে মহানগর যুবলীগের উদ্যোগে শোভা যাত্রা বেড় হয়। শোভাযাত্রা পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিসিসি মেয়র শওকত হোসেন হিরন।
মহানগর যুবলীগের আহবায়ক নিজামুল ইসমলাম নিজাম’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আ’লীগের দপ্তর সম্পাদক তালুকদার মোঃ ইউনুস এমপি, মনিরুল ইসলাম মনি এমপি, মহানগর যুগ্ন আহবায়ক মাহমুদুল হক খান মামুন, মেজবাহ উদ্দিন জুয়েল, শাহিন শিকদার প্রমুখ।
বিকেলে জেলা যুবলীগের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র শওকত হোসেন হিরন। জেলা যুবলীগের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আ’লীগের দপ্তর সম্পাদক তালুকদার মোঃ ইউনুস এমপি, সাধারণ সম্পাদক ফজলুল করিম শাহিন প্রমুখ। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচী পালন করেছে যুবলীগ।