বার্তা ৭১ ডট কমঃ কক্সবাজারের রামু যাচ্ছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। সম্প্রতি রামুতে বৌদ্ধ সম্প্রদায়ের ওপর হামলায় ক্ষতিগ্রস্তদের দেখতে বিরোধী দলীয় নেতার এ সফর। দলীয় ও সংশ্লিষ্ট দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানিয়েছে, খালেদা জিয়া ৯ নভেম্বর শুক্রবার রামুর উদ্দেশ্যে রওনা দিয়ে চট্টগ্রাম পৌঁছে সার্কিট হাউজে অবস্থান করবেন।
১০ নভেম্বর শনিবার তিনি রামুর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন এবং স্থানীয় বিএনপি আয়োজিত এক জনসভায় ভাষণ দেবেন।
জনসভা শেষে শনিবার রাতেই বিরোধী দলীয় নেতার ঢাকা ফেরার কথা রয়েছে। রামু সফরে দলটির শীর্ষ নেতারা খালেদা জিয়ার সঙ্গে থাকবেন।