ভারতের জাতীয় পুরস্কারজয়ী পরিচালক প্রিয়দর্শনের এইডস বিষয়ক ছবিতে অভিনয় করবেন আমির খান। জানিয়েছেন পরিচালক প্রিয়দর্শন নিজেই। সম্প্রতি প্রিয়দর্শন সাংবাদিকদের বলেন, “এইডস নিয়ে চলচ্চিত্র তৈরির প্রজেক্টটি খুব জলদিই শুরু করবো। তবে এখনো ছবির স্ক্রিপ্ট চূড়ান্ত হয়নি।
এর আগেই অবশ্য আমি আমিরের সঙ্গে কথা বলেছি। তিনি ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। স্ক্রিপ্ট চূড়ান্ত করে আবার আমিরের কাছে যাব। তখন যদি তিনি সময় পান তাহলে অবশ্যই এই প্রজেক্টে থাকবেন তিনি।”
এর আগে ভারতে এইডস নিয়ে দুটো ছবি তৈরি হয়েছে। সালমান খান, শিল্পা এবং অভিষেক অভিনীত ‘ফির মিলেঙ্গে’ এবং জুহি চাওলা ও সঞ্জয় সুরি অভিনীত ‘মাই ব্রাদার নিখিল’। প্রিয়দর্শনের ছবিটি মুক্তি মুখ দেখলে তা হবে এইডস নিয়ে তৈরি বলিউডের তৃতীয় ছবি।