মিসিসিপি, ৮ নভেম্বর: পুনঃনির্বাচিত হতে না হতেই মিসিসিপি বিশ্ববিদ্যালয়ে ওমাবার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ওবামার নির্বাচনী প্রতিক পোড়ানোর ছবি পোস্ট করা ও এই আন্দোলণের ডাক দেয়া হয়। খবর দি ওয়াশিংটনপোস্টের।
প্রায় ৪০০শ ছাত্র এ প্রতিবাদে অংশ নেয় বলে জানা যায়। বিভিন্ন অপরাধে পুলিশ দুজনকে আটক করেছে বলেও খবরে জানা যায়।
বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, মঙ্গলাবার ভোর রাতের দিকে প্রায় ৩০ থেকে ৪০ জন ছাত্র ক্যাম্পাস চত্বরে জড়ো হয় এবং মিনিট বিশেকের মধ্যেই এ সংখ্যা বাড়তে থাকে। ছাত্ররা জড়ো হয়ে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেয় একই সঙ্গে তারা বর্ণ বৈষম্যমুলক জ্বালাময়ী বক্তৃতা দেয়।
চ্যান্সেলর ড্যান জোনস বলেন, কিছু ছাত্রের জন্য আমরা সকলেই লজ্জিত হয়েছি, যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে ক্ষুন্ন করেছে।
টুইটারে যে ব্যাক্তি ছবি পোস্ট করেছিল তাকে খুঁজছে পুলিশ। জনজীবনকে অস্থিতিশীল করার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।