নিজস্ব প্রতিবেদক, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতা বিরোধী শক্তির ধ্বংসাত্মক কর্মকান্ডের বিরুদ্ধে সোচ্চার হতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ধ্বংসাত্মক কর্মকান্ডের মাধ্যমে যারা যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চায় তাদের নীল নকশার ব্যাপারে সজাগ থাকতে হবে।
তিনি বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি ধ্বংসাত্মক কর্মকান্ডের মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচার ভন্ডুল করতে চায়।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের জাতীয় সম্মেলনের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী আরো বলেন, যতই অপতৎপরতা চালানো হোক না কেন দেশের মানুষ সজাগ থাকলে স্বাধীনতা বিরোধী শক্তি কিছুই করতে পারবে না।
শেখ হাসিনা বাংলাদেশকে সকল ক্ষেত্রে স্বাবলম্বি করে একটি আত্মমর্যাশীল জাতি হিসেবে গড়ে তোলার জন্য নিজেদের নিয়োজিত করতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, ‘দারিদ্র্যের বিরুদ্ধে আমাদের জয়ী হতে হবে। অন্যথায় আমাদের স্বাধীনতা অর্থহীন হয়ে যাবে।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মাথা উঁচু রেখে দেশকে বিশ্ব মঞ্চে একটি মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত করাই হচ্ছে বর্তমান সরকারে নীতি। আমরা বিশ্বে ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরে বেড়াতে চাই না।
তিনি সীমিত সম্পদের যথাযথ ও টেকসই ব্যবহারের মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নিতে সক্রিয় ভূমিকা পালনের জন্য প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, ‘প্রযুক্তি হচ্ছে দিন বদলের প্রধান হাতিয়ার। প্রযুক্তির যথাযথ ব্যবহার ও উৎকর্ষতার মাধ্যমে উন্নয়নের কাক্সিক্ষত সাফল্য অর্জনে প্রকৌশলীদের ভূমিকা অপরিসীম।
দেশের অবকাঠামো উন্নয়ন এবং উৎপাদন কর্মকাণ্ডের প্রায় ৮৫ শতাংশ অর্থ ব্যয় হয় প্রকৌশলীদের মাধ্যমে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, ঘরবাড়ি, বিভিন্ন স্থাপনা, মিল-কারখানা, যন্ত্রপাতি সবকিছুর নির্মাণ ও স্থাপনের দায়িত্ব আপনাদের। কাজেই আপনাদের দক্ষতার উপর নির্ভর করে আগামীতে দেশ কতটা দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাবে। সুত্র:বাসস