ঢাকা, ৮ নভেম্বর: সরকার দেশকে একমুখী শাসন ব্যবস্থা দিকে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সরকার হামলা-মামলা দিয়ে দেশে একমুখী শাসন চালাচ্ছে। গণতন্ত্র আজ হুমকির মুখে। তাই দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার দায়িত্ব বিএনপির ওপর পড়েছে।
বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল এ সভার আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, দুর্নীতি নিয়ে সরকারের নিজেদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মহাজোটের অন্যতম শরিক রাশেদ খান মেনন গতকাল এক সভায় বলেছেন- হলমার্ক কেলেঙ্কারির সঙ্গে সরকারের উচ্চপর্যায়ের লোকেরা জড়িত। অন্যদিকে মহাজোট শরিক হুসেইন মুহাম্মদ এরশাদও বলেছেন, সরকার দুর্নীতির মধ্যে নিমজ্জ্বিত।
পদ্মা সেতুর দুর্নীতির কারণে দেশের বাইরে বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে পরিচিতি পেয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, পদ্মা সেতুর দুর্নীতির কারণে কানাডায় আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন ঘনিষ্ঠজনকে আটক রাখা হয়েছে।
দেশে মানুষ সংকটে রয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিদ্যু, গ্যাসের অব্যাহত দাম বৃদ্ধিতে মানুষ আজ দুর্ভিসহ জীবন-যাপন করছে। বিদ্যুতের বিল পরিশোধ করতে গিতে হিমশিম খেতে হচ্ছে। তাই দেশের মানুষ এ সরকারকে আর চায় না।
সভায় মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি নূরী আরা সাফার সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির নেতা সেলিমা রহমান, খালেদা রাব্বানি, রাবেয়া সিরাজ, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।