সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠক করে গণভবনে গেছেন।
শুক্রবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আধা ঘণ্টা বৈঠকের পরই হিনা রাব্বানি গণভবনে রওনা হন। দুপুর ১২টার দিকে গণভবনে ঢোকেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে তাকে উন্নয়নশীল আট দেশের জোট ডি-এইটের ইসলামাবাদ সম্মেলনের আমন্ত্রণ জানাতেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর পাঁচ ঘণ্টার এই ঢাকা সফর।
আগামী ২২ নভেম্বর ইসলামাবাদে ডি-এইটভুক্ত দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মেলন শুরুর কথা রয়েছে।
দীপু মনির সঙ্গে কী নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে সাংবাদিকদের কিছু বলেননি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।
হিনা রাব্বানির সঙ্গে বৈঠকে একাত্তরের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর চালানো গণহত্যার জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি তোলা হবে বলে দীপু মনি এর আগে জানিয়েছেন।
দুপুরে হোটেল রূপসী বাংলায় দীপু মনির দেয়া এক মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন হিনা। বিকাল ৩টায় ঢাকা ছাড়ার আগে বিরোধীদলীয় নেতা খালেদার সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।
বর্তমান সরকারের আমলে এই প্রথম পাকিস্তানের কোনো মন্ত্রী বাংলাদেশে এলেন। এর আগে গত ২৫ অক্টোবর হিনার ঢাকায় আসার কথা থাকলেও তা বাতিল হয়ে যায়।