প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানী খার সাক্ষাত করেছেন। এসময়ে তিনি প্রধানমন্ত্রীকে ডি-৮ সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণপত্র দেন। শেখ হাসিনা তার এ আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানা যায়।
এর আগে দুপুরে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সাথে সাক্ষাত করেন। তাদের এ বৈঠকে দীপু মনি একাত্তরের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য আবারো পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার আহবান জানান। সেই সঙ্গে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের অমীমাংসিত বিষয়গুলো সমাধানের জন্যও আলোচনা করেন। এসময় হিনা রাব্বানী বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কিছু অমীমাংসিত ইস্যু তো রয়েছেই। সেগুলোকে পেছনে ফেলে এগিয়ে যাওয়া উচিত।
পাঁচ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে শুক্রবার ঢাকায় আসেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার। উন্নয়নশীল সংখ্যাগরিষ্ঠ মুসলিম আট দেশের জোট ডি-এইটের ইসলামাবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে তিনি ঢাকা এসেছেন।
আগামী ২২ নভেম্বর ইসলামাবাদে ডি-এইটভুক্ত দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মেলন শুরুর কথা রয়েছে। সকাল সোয়া ১০টায় বিশেষ একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। তাকে অভ্যর্থনা জানান পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস। বিকাল ৩টায় ঢাকা ছাড়ার আগে বিরোধীদলীয় নেতা খালেদার সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।
সচিব মিজারুল কায়েস বলেন, ‘একটা বিষয় আপনাদের সবাইকে মনে রাখতে হবে, এটি কোনো দ্বিপক্ষীয় বৈঠক নয়। ডি-৮-এর সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণপত্র দেয়ার জন্য হিনা রাব্বানি খার বাংলাদেশে এসেছেন। কাজেই দ্বিপক্ষীয় কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি। বাংলাদেশ শুধু অমীমাংসিত বিষয়গুলো উত্থাপন করেছে। আমরা সম্পর্ককে সামনে এগিয়ে নিতে চাই।
সকালে হিনা রাব্বানি খার প্রথমবারের মতো ঢাকায় আসেন। সকাল সোয়া ১০টার দিকে তাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিশেষ দূত হিসেবে ইসলামাবাদে অনুষ্ঠেয় ডি-৮ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে এক দিনের সফরে হিনা ঢাকায় এসেছেন। বর্তমান সরকারের আমলে এই প্রথম পাকিস্তানের কোনো মন্ত্রী বাংলাদেশে এলেন। এর আগে গত ২৫ অক্টোবর হিনার ঢাকায় আসার কথা থাকলেও তা বাতিল হয়ে যায়।