ঢাকা : শহীদ নূর হোসেন দিবস আজ। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে এটি এক অবিস্মরণীয় দিন।
১৯৮৭ সালের এদিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ হন নূর হোসেন। তার আত্মত্যাগ স্বৈরশাসকের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষের আন্দোলনকে বেগবান করেছিলো।
নূর হোসেন এদিন তার বুকে ও পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান লিখে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৫ দলীয় ঐক্যজোটের মিছিলে যোগ দেন।
মিছিলটি রাজধানীর জিরো পয়েন্টে পৌঁছলে একটি বুলেট এসে নূর হোসেনের বুক ঝাঁঝরা করে দেয়। নূর হোসেনসহ অসংখ্য শহীদের আত্মত্যাগের পথ বেয়ে অবশেষে দেশে ভোটের অধিকার প্রতিষ্ঠা হয়।
এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক, সাংস্কতিক ও রাজনৈতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি নিয়েছে।
শহীদ নূর হোসেন সংসদ-এর কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৮টায় নূর হোসেনের কবরে (জুরাইনস্থ কবরস্থান) পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিল।
এ ছাড়াও সকাল ৭ টায় নূর হোসেন চত্বরে পুষ্পমাল্য অর্পণ এবং বিকেল সাড়ে ৩ টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগ শনিবার সকাল সাড়ে ৭ টায় শহীদ নূর হোসেন স্কোয়ারে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনের এ মহান শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবে।
দলের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিবৃতিতে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সংগঠনের সকল শাখা ও সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানিয়েছেন।