ঢাকা, ১০ নভেম্বর: দেশের গণতন্ত্র অব্যাহত ও গণতন্ত্র বিরোধীদের রুখে দেয়ার অঙ্গিকারে শ্রদ্ধা-ভালোবাসার মধ্যে দিয়ে পালিত হচ্ছে শহীদ নূর হোসেন দিবস। শনিবার সকালে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
গণতন্ত্র প্রতিষ্ঠায় ১৯৮৭ সালের এই দিনে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের সময় ঢাকা অবরোধ কর্মসূচিতে রাজধানীর ‘জিরো পয়েন্টে’ পুলিশের গুলিতে নিহত হন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের কর্মী নূর হোসেন। সেদিন তার বুকে লেখা ছিল ‘স্বৈরাচার নিপাত যাক’ পিঠে লেখা ছিল ‘গণতন্ত্র মুক্তি পাক’।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী ও ড. মহিউদ্দিন খান আলমগীরের নেতৃত্বে দলের পক্ষ থেকে নূর হোসেনের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আফম বাহাউদ্দিন নাছিম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, আইন বিষয়ক সম্পাদক আব্দুল মতিন খসরু, উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাস, কেন্দ্রীয় নেতা ও ছাত্রলীগের সাবেক সভাপতি একেএম এনামুল হক শামীম, সুজিত রায় নন্দী প্রমুখ।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নেতৃত্বে বিএনপির শীর্ষ নেতারা ছাড়াও সহযোগী সংগঠন যুবদল ও ছাত্রদলের নেতারা এ সময় উপস্থিত ছিলেন। জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়ার নেতৃত্বে ফুল দেয় জাসদ।
ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিকের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর বলেন, ‘‘আওয়ামী লীগ সব সময় গণতন্ত্রের জন্য কাজ করে গেছে। বর্তমান সরকারের আমলে গণতন্ত্রের সুবাতাস বৈছে। গণতন্ত্র আজ প্রতিষ্ঠিত।’’ স্বৈরশাসকের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় একই বলেও মন্তব্য করেন তিনি।
শহীদ নূর হোসেনের সংগঠন যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, ছাত্র মৈত্রী, যুব মৈত্রী, জাতীয় শ্রমিক লীগ ছাড়াও আওয়ামী লীগ সমর্থিত বিভিন্ন সংগঠন, শহীদ নূর হোসেনের পরিবার, ও সামাজিক সংগঠন শহীদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।