ঢাকা: গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে কথা বলতে গিয়ে আরেক নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে উদ্ধৃত করার বিষয়টি অস্বীকার করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আজ শনিবার রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন। ইংরেজি ডেইলি স্টার পত্রিকার অনলাইনের খবরে এ কথা জানানো হয়।
এর আগে গত বৃহস্পতিবার অর্থমন্ত্রী বলেছিলেন, আলাপচারিতায় অমর্ত্য সেন তাঁকে বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসের কারণে বাংলাদেশের এত উন্নয়নের কথা বিশ্বে আলোচিত হচ্ছে না।
তবে সেই অবস্থান থেকে সরে এসে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ বলেন, ‘ড. ইউনূসকে নিয়ে এমন মন্তব্য করেননি অমর্ত্য সেন। এটা ছিল আমার মন্তব্য।’ তিনি বলেন, ‘আমি সাংবাদিকদের বলেছিলাম, অমর্ত্য সেন বলেছেন, বাংলাদেশ উন্নতি করছে; তবে তা গণমাধ্যমে ফলাও করে আসছে না। বিষয়টা তাঁকে পীড়া দেয়।’
অর্থমন্ত্রী আরও বলেন, ‘আমি দুঃখিত যে এর সঙ্গে অমর্ত্য সেনকে যুক্ত করা হয়েছে। অমর্ত্য কীভাবে ইউনূসের বিরুদ্ধে বলবেন? এটা কি সম্ভব? ইউনূস সম্মানিত ব্যক্তি এবং আমার বন্ধু।’
এদিকে তাঁকে জড়িয়ে অর্থমন্ত্রী মুহিতের এ ধরনের মন্তব্যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক অমর্ত্য সেন বিস্ময় প্রকাশ করেছেন। ডেইলি স্টার ঘটনাটির ব্যাপারে তাঁর সঙ্গে যোগাযোগ করলে লিখিতভাবে তিনি জানান, ‘আমি খুবই অবাক হয়েছি, বিস্মিতও বটে। আমার মত বলে তিনি যে কথা বলেছেন, তা আমার না।’ তাঁকে উদ্ধৃত করে অর্থমন্ত্রী যে কথা বলেছেন তা তিনি (অর্থমন্ত্রী) প্রত্যাহার করবেন বলে অমর্ত্য সেন আশা প্রকাশ করেন।