বিরোধীদলের আহূত হরতালের কারণে সব ক’টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামীকাল রোববার ও সোমবারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শিক্ষামন্ত্রণালয়ের এ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগামীকাল রোববার আটটি সাধারণ শিক্ষা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে স্থগিত হওয়া আগামীকাল রোববারের বিষয়সমূহের পরীক্ষা আগামী ৪ মে শুক্রবার সকাল সকাল সাড়ে নয়টায় ও বিকাল দুইটায় এবং আগামী ৩০ এপ্রিল সোমবারের পরীক্ষাসমূহ আগামী শনিবার ৫ মে সকাল ১০টায় ও বিকাল দুইটায় অনুষ্ঠিত হবে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আগামীকালকের স্থগিত হওয়া বিষয়সমূহের পরীক্ষার আগামী ৪ মে শুক্রবার সকাল সকাল সাড়ে নয়টায় ও বিকাল দুইটায় অনুষ্ঠিত হবে। মাদ্রাসা বোর্ডের অধীনে আগামী পরশু সোমবার কোনো পরীক্ষা নেই।