গাজীপুর : নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান চালকদের ঘাতক চালক না বলার জন্য দেশের মানুষের কাছে আহবান জানিয়ে বলেন, আমরা চালকদের ঘাতক না বলে তাদেরকে সেবক বলতে পারি। কারণ ডক্তার ও নার্সরা চিকিৎসা করে যদি মানুষের সেবক হতে পারে তাহলে চালকরা কেন গাড়ি চালিয়ে মানুষের সেবা করে সেবক হতে পারবে না।
তিনি রোববার বিকালে গাজীপুরের কালিয়াকৈরে গাজীপুর জেলা সড়ক পরিবহন মালিক সমিতি ও গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির পরিচিতি উপলক্ষে মালিক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, পরিবহন সেক্টরের বিভিন্ন সমিতিতে নেতৃত্ব গ্রহণ করবে কেবল শ্রমিক ও মালিকরা যারা শ্রমিকের কল্যাণে কাজ করবে। রাজনীতি বিবেচনায় শ্রমিক নেতৃত্ব গ্রহণযোগ্য হবে না।
বাংলাদেশ পরিবহন আঞ্চলিক কমিটির সভাপতি সাদিকুর রহমান হিরুর সভাপতিত্বে কালিয়াকৈর ট্রাক টার্মিনালে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির খান প্রমুখ।
এদিকে একই সময়ে কালিয়াকৈর বাস টার্মিনালে উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের ব্যানারে যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াত শিবিরের সাম্প্রতিক তান্ডবের প্রতিবাদে একটি প্রতিবাদ সভা আয়োজন করা হয়। প্রতিবাদ সভায় নাসিম কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন কামাল উদ্দিন সিকদার, দেওয়ান ইব্রাহিম, আকবর আলী প্রমুখ। একই সময়ে পাশাপাশি দুইটি সভা আহবান করায় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় পুলিশ ও র্যাবকে দায়িত্ব পালন করতে দেখা যায়।