ঢাকা, ১২ নভেম্বর : বাংলাদেশ ও বেলারুশের মধ্যে শীর্ষ বৈঠকে আনুষ্ঠানিকভাবে সাতটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক সই হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার বেলা সাড়ে ১১টায় এ বৈঠক শুরু হয়। বৈঠকে বাংলাদেশ দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বেলারুশের পক্ষে নেতৃত্ব দেন সেদেশের ঢাকা সফররত প্রধানমন্ত্রী মিখাইল ভি মিয়াসনিকোভিচ।
বৈঠকে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুই দেশের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা চুক্তিগুলোতে স্বাক্ষর করেন। এগুলো হচ্ছে, বাণিজ্য সুরক্ষা, ভিসা সহজীকরণ, পণ্যের মান নিশ্চিতকরণ, বিজ্ঞান, সামরিক প্রযুক্তি ও শিক্ষা সহযোগিতা বিষয়ক সাতটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে মিখাইল মিয়াসনিকোভিচের হাতে সম্প্রতি প্রকাশিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ তুলে দেন শেখ হাসিনা।
সফরের দ্বিতীয় দিনে দ্বিপক্ষীয় বৈঠক ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর তিনি বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নিতে হোটেল সোনারগাঁওয়ে যান।
বেলারুশের প্রধানমন্ত্রী তিন দিনের সরকারি সফরে রোববার ঢাকায় সফরে আসেন। মঙ্গলবার সন্ধ্যায় তার ঢাকা ত্যাগের কথা।
মধ্যাহ্নভোজের পর বেলারুশের ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন মিখাইল মিয়াসনিকোভিচ। সেখানে বেসরকারি পর্যায়ে কয়েকটি চুক্তি হতে পারে বলে রোববার পররাষ্ট্র দীপু মনি সাংবাদিকদের জানান।
দীপু মনি গত মে মাসে বেলারুশ সফর করেন। সে সময়ই তিনি শেখ হাসিনার পক্ষ থেকে সে দেশের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
এই সফরে মিখাইল মিয়াসনিকোভিচ রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গেও সাক্ষাৎ করবেন। এছাড়া মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে শিক্ষার্থীদের সঙ্গে এক আলোচনায়ও অংশ নেয়ার কথা রয়েছে তার।
এর আগে সোমবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে প্রধামন্ত্রী মিয়াসনিকোভিচের সঙ্গে দেখা করেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান ও শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। বৈঠকে তারা সহযোগিতার নানা দিক নিয়ে কথা বলেন।