জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মিয়া গোলাম পরওয়ারকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছিলেন।
সোমবার রাত ৮ টায় তাকে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। নয়াপল্টনে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের সমাবেশ থেকে ফেরার পথে তাকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার সন্ধ্যা ৬ টা থেকে তাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়। পরে রাত ৮টার দিকে তাকে মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শহীদুল্লাহর নেতৃত্বে গ্রেফতার করে সাড়ে ৮টায় মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রাখা হয়েছে বলে সূত্র জানায়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান জামায়াতের এই নেতাকে গ্রেফতার করার তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশের উপর হামলা ও ভাঙচুরের ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, সম্প্রতি রাজধানীর মতিঝিলে জামায়াত-পুলিশ সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে মিয়া গোলাম পরওয়ারকে গ্রেফতারের নিন্দা জানিয়ে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এক বিবৃতিতে বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানি করতেই মিথ্যা মামলায় গোলাম পরোয়ারকে গ্রেফতার করা হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, সরকার দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে।
বিবৃতিতে গ্রেফতারকৃত নেতাকে অবিলম্বে মুক্তি দেয়ার দাবি জানানো হয়েছে।