ঢাকা : উন্নয়নশীল আট দেশের জোট ডি-এইট সম্মেলনে অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী কার্যালয়ের একটি বিশ্বস্ত সূত্রে এ খবর জানা গেছে। তবে প্রধানমন্ত্রী কী কারণে এ সফরে যাচ্ছেন না সে বিষয়ে কিছু জানা যায়নি। ওই সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিত্বকারী দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
প্রসঙ্গত, ডি-এইট সম্মেলনে আমন্ত্রণ জানাতে ৯ নভেম্বর ঢাকায় এসেছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার। এ সময় পাকিস্তানকে একাত্তরে গণহত্যার জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানায় ঢাকা। ডি-এইটভুক্ত দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানরা আগামী ২২ নভেম্বর পাকিস্তানে মিলিত হচ্ছেন।
১৯৭১ সালে স্বাধীনতার পর ১৯৯৯ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পাকিস্তান সফর করেছিলেন শেখ হাসিনা।
গত চার বছরে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে শুধু বাংলাদেশের শিক্ষা ও বাণিজ্যমন্ত্রী ইসলামাবাদ সফর করেছেন। সমপ্রতি পাকিস্তান সফরে যান স্পিকার আবদুল হামিদ। এছাড়া ২০১০ সালের নভেম্বরে ইসলামাবাদে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়।
হিনা রাব্বানির ঢাকা সফরের পর পাকিস্তানের দৈনিক ডন সম্পাদকীয়তে ’৭১-এ বাংলাদেশে পাকিস্তানের শাসক গোষ্ঠীর ভূমিকার জন্য ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছে।